'সংস্কার ও উন্মুক্তকরণসংক্রান্ত সি চিন পিংয়ের চিন্তাধারা' প্রকাশিত
  2018-07-17 14:51:00  cri
জুলাই ১৭: চীনে সংস্কার ও উন্মুক্তকরণের নীতি চালুর ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে সম্প্রতি 'সংস্কার ও উন্মুক্তকরণসংক্রান্ত সি চিন পিংয়ের চিন্তাধারা' শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয়েছে। এতে প্রথমবারের মতো সার্বিকভাবে সংস্কার ও উন্মুক্তকরণ সম্পর্কে সি চিন পিংয়ের ধারণা প্রকাশ পায়।

'সংস্কার ও উন্মুক্তকরণসংক্রান্ত সি চিন পিংয়ের চিন্তাধারা'-য় সাড়ে তিন লাখ অক্ষর আছে এবং এতে নয়টি বিষয়ে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাবনা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040