সুরের ধারায়---চীনা গায়ক উ খ্য ছুন
  2018-08-11 19:00:25  cri



আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের গায়ক উ খ্য ছুনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি তার সংগীত প্রতিভা ও সুন্দর চেহারার জন্য খুব জনপ্রিয়। একজন গীতিকার ও সুরকার হিসেবে উ খ্য ছু তার বিশেষ সংগীতশৈলী দিয়ে চীনের সংগীতজগতে নতুন মাত্রা যোগ করেছেন। অনুষ্ঠানের শুরুতে উ খ্য ছুনের বিখ্যাত একটি গান 'lisp' শুনুন। এই গানটি ২০০৫ সাল মুক্তি পায়। এই গানের জন্য তিনি সারা চীনে পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন। গানটিও তাইওয়ানের শ্রেষ্ঠ সংগীত পুরস্কার 'গোল্ডেন সুর' অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ গানের পুরস্কার পায়।

উ খ্য ছুন ১৯৭৯ সালে তাইওয়ান প্রদেশের কাওসিয়ং শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার শিল্পী প্রতিভা দেখা যায়। বড় হওয়ার পর তিনি তাইওয়ান শিল্প বিশ্ববিদ্যালয়ে থিয়েটারে ভর্তি হন। অভিনয় তার প্রধান বিষয় হলেও সংগীত ছিল তার খুব প্রিয়। ২০০০ সালে উ খ্য ছুন একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। পুরস্কার না পেলেও তার সংগীত প্রতিভায় মুগ্ধ হন এক প্রযোজক। তার মাধ্যমে উ খ্য ছুন এক সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। আনুষ্ঠানিকভাবে তার পেশাদার সংগীত জীবন শুরু হয় তখনই। সে বছর তিনি তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন, এই অ্যালবামের একটি গান 'ফিরে যাবে না' শুনুন।

বন্ধুরা, এই গান শুনে আপনার কেমন লাগছে? উ খ্য ছুনের প্রথম অ্যালবাম তখনও খুব একটা জনপ্রিয় হয়নি। কয়েক বছর পর তিনি কয়েকটি টিভি সিরিজে অভিনয় করেন এবং তা জনপ্রিয় হয়। অভিনয়ের মাধ্যমে মানুষ তার গানের প্রতিভার খোঁজ পায়। ২০০৫ সাল উ খ্য ছুন নতুন সংগীত কোম্পানিতে যোগ দেন এবং নতুন অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের সব গান তিনি নিজেই রচনা করেন। এই অ্যালবাম বেশ জনপ্রিয় হয় এবং তিনি খ্যাতি অর্জন করেন। অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা গানটি এই অ্যালবামের গান। এই অ্যালবামের জন্য তিনি সেই বছর 'গোল্ডেন সুর' অ্যাওয়ার্ড'-এর শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পান। এখন আমরা অ্যালবামের অন্য একটি সুন্দর গান 'আমি ভুল করেছি' শুনবো।

২০০৬-২০০৮ সাল পর্যন্ত উ খ্য ছুনের সংগীত সমৃদ্ধির সময়। এ সময় তিনি তিনটি অ্যালবাম প্রকাশ করেন আর অন্যান্য শিল্পীর জন্য অনেক গান রচনা করেন। এসব গান বেশ জনপ্রিয় হয়। তিনি ভালো প্রেমের গান রচনা করতে পারেন। এখন আমরা শুনবো তার বিখ্যাত একটি গান ' হাত ধরা'। গানের কথায় বলা হয়, আমি সুন্দর কথা বলতে পারি না, তোমার তোষামোদ করতে পারি না, ভালোবাসার উপায়ও জানি না। তবে তোমার হাত ধরার পর বুঝতে পারি, বাকি সবকিছু গুরুত্বপূর্ণ নয়। আমি তোমার হাত ধরবো, তোমার সঙ্গে থাকবো চিরদিন।

এবারের গানের নাম 'দাস'। আসলে এখানে ছেলেবন্ধুর কথা বলা হয়েছে। প্রেমের সময় এমন অবস্থা তৈরি হয়, একজনকে এত পছন্দ করে যে, তার জন্য সবকিছু করতে চায়। শুধু তাকে খুশি করার জন্য। গানের ছেলে বলে, ট্যাকসি নিতে না পারলে আমি গাড়ি চালিয়ে নিয়ে যাবো তোমাকে। ঘরের সব কাজ আমিই করবো; ক্লান্ত লাগলে তোমাকে বিশ্রাম দেবো। আমি তোমার দাস; এটি একটি মিষ্টি বোঝা!

এবার আমরা শুনবো আরেকটি প্রেমের গান। গানের নাম 'তোমার জন্য কবিতা লেখা'। কবিতা মানুষের সবচেয়ের সুন্দর ভাষা, প্রিয় লোকের জন্য কবিতা লেখা খুবই রোমান্টিক ব্যাপার। গানের কথায় বলা হয়, প্রেম একটি অদ্ভুত ব্যাপার। আমি নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছি! আমি তোমার জন্য সব অসম্ভব কাজ করি, তোমার জন্য কবিতা লেখি, সব সুন্দর কথা তোমাকে পাঠাই; তবে সবচেয়ে সুন্দর হলো তোমার নাম....... বন্ধুরা এখন গানটি শুনুন। প্রেমের গানের পাশাপাশি পপ সংগীত নিয়েও উ খ্য ছুনের চিন্তাভাবনা রয়েছে। পপ গান পাশ্চাত্য দেশের শিল্প। কেউ কেউ মনে করেন, তাদের সংগীত সবসময় শ্রেষ্ঠ। তবে উ খ্য ছুন বলেন, বিভিন্ন দেশের সংস্কৃতি বিভিন্ন ধরনের। একই ছন্দের সঙ্গে আলাদা সুর যুক্ত হতে পারে। একজন গায়ক হিসেবে নিজের মতো পপ সংগীত রচনা করতে হয়।

বন্ধুরা, আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।  সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040