বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট কিম ইয়োংয়ের সাক্ষাত্‌
  2018-07-17 10:58:19  cri
জুলাই ১৭: গতকাল (সোমবার) বেইজিংয়ে সফররত বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট কিম ইয়োং চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত্ করেন।

প্রেসিডেন্ট সি বলেন, চীন ও বিশ্ব ব্যাংকের সুষ্ঠু সহযোগিতা দীর্ঘদিনের। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগকে সমর্থন, ব্যাপকভাবে পুঁজি বিনিয়োগ বাড়ানো ও ইকুইটির সংস্কার চালু করায় বিশ্ব ব্যাংকের ভূয়সী প্রশংসা করে বেইজিং। যাতে চীনসহ বিভিন্ন নবোদিত বাজার ও উন্নয়নশীল দেশের প্রতিনিধিত্ব ও অগ্রাধিকার উন্নীত করা যায়। চীন বিশ্ব ব্যাংকের সাথে অংশীদারি সম্পর্ক গভীরতর করতে ইচ্ছুক বলেও জানান প্রেসিডেন্ট সি। সেই সঙ্গে বেইজিং বিশ্বের বাণিজ্য ও পুঁজি বিনিয়োগে সুবিধাকরণ, দারিদ্র্যবিমোচন, টেকসই উন্নয়ন বাস্তবায়ন ও যৌথভাবে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তুলবে বলেও উল্লেখ করেন সি। ।

সি চিন পিং জোর দিয়ে বলেন, বর্তমানে বিশ্ব যেন একটি বড় গ্রাম। সহযোগিতার মাধ্যমে অভিন্ন কল্যাণ অর্জন করা সবার আশাবাদ। অর্থনীতির বিশ্বায়ন ও অবাধ বাণিজ্যের কারণে চীনের ব্যাপক উন্নয়ন বাস্তবায়িত হয়েছে এবং বিশ্বের অর্থনীতির বৃদ্ধিতে অবদান রেখেছে। চীনের বিরুদ্ধে অভিযোগের বিরোধিতা করে বেইজিং এবং দৃঢ়ভাবে নিজের যুক্তিযুক্ত স্বার্থ রক্ষা করবে। চীন দৃঢ়ভাবে বহুপক্ষবাদ সমর্থন করে এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের ভিত্তিতে বিশ্ব ব্যাংকের সাথে কাঠামোগত সহযোগিতা জোরদার করবে।

কিম ইয়োং বলেন, দীর্ঘকাল ধরে বিশ্ব ব্যাংককে সমর্থন দেওয়ায় তিনি চীনের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশ্বায়নের যুগে বিভিন্ন দেশের উচিত আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করা। প্রেসিডেন্ট সি'র উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ চমত্কার এবং তা কার্যকরভাবে আন্তর্জাতিক সহযোগিতা ও দারিদ্র্যবিমোচনে সহায়ক। এ কাঠামোতে চীনের সাথে সহযোগিতা করতে ইচ্ছুক বিশ্ব ব্যাংক, যাতে দারিদ্রবিমোচনে আরো বেশি সাফল্য অর্জন করা যায়। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040