বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট ও ইউনেস্কোর মহাপরিচালকের বৈঠক
  2018-07-17 10:25:50  cri

জুলাই ১৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেস্কো)-র মহাপরিচালক অদ্রে আজুলে গতকাল (সোমবার) বেইজিংয়ে তিয়াও ইয়ু থাই রাষ্ট্রীয় অতিথিভবনে বৈঠক করেন।

বৈঠকে সি চিন পিং বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের জনগণের ভাগ্য ঘনিষ্ঠভাবে সংযুক্ত। চীন একদিকে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি উন্নয়ন করে, জনগণের গুণাবলী উন্নত করে, অন্যদিকে বিভিন্ন দেশের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও যোগাযোগ বজায় রাখার ধারণায় অবিচল থাকে। চীনের উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বিশ্বের অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি জনগণের যোগাযোগও জোরদার করবে। বিশ্বের বিভিন্ন সংস্কৃতির যোগাযোগ ও মানবজাতির উন্নতির জন্য আরো বড় অবদান রাখতে চায় চীন।

সি চিন পিং বলেন, ইউনেস্কো বিশ্বের বৃহত্তম মেধাসম্পন্ন সহযোগিতামূলক সংস্থা হিসেবে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীন-ইউনেস্কো সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য উপকারী। বেইজিং ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা গভীরতর করে উন্নয়নশীল দেশগুলোর শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নে সহায়তা দিতে আশা প্রকাশ করে।

আজুলে বলেন, একতরফাবাদ ও নিঃসঙ্গবাদ মাথা চাড়া দিয়ে ওঠার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সমাজের উচিত বহুপক্ষবাদ ও যোগাযোগ বজায় রাখা, এটি পৃথিবী পরিচালনারও গুরুত্বপূর্ণ অংশ। ইউনেস্কো চীনের সমর্থনের জন্য ধন্যবাদ জানায় এবং 'এক অঞ্চল, এক পথ' সহযোগিতায় যোগ দিতে চায় ও বিশ্বের শান্তি, নিরাপত্তা ও সহযোগিতায় অবদান রাখতে চায়। (তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040