হেলসিঙ্কিতে অনুষ্ঠিত প্রথম দ্বিপক্ষীয় বৈঠক গঠনমূলক: মার্কিন ও রুশ প্রেসিডেন্ট
  2018-07-17 10:25:06  cri
জুলাই ১৭: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (সোমবার) ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। দুই প্রেসিডেন্ট বলেন, এবারের এ বৈঠক গঠনমূলক, তাঁরা সংলাপ বজায় রাখবেন।

এদিন ট্রাম্প ও পুতিন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ভবনে কয়েক ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকের পর অনুষ্ঠিত যৌথ সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, তাঁরা যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ করা নিয়ে সন্দেহ, কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা, সন্ত্রাসদমন, ইরান ও সিরীয় পরিস্থিতি ইত্যাদি সমস্যা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দু'পক্ষের বৈঠক গঠনমূলক, বৈঠকটি শুধু একটি সূচনা, দু'দেশের নিরাপত্তাবিষয়ক কমিটি এসব সমস্যা নিয়ে আরো আলোচনা করবে।

পুতিন বলেন, এবারের এ বৈঠক নিয়ে তিনি খুব সন্তুষ্ট। এক বারের বৈঠক সব সমস্যা সমাধান করতে পারে না, তবে তা ঠিক পথের প্রথম ধাপ। তিনি বলেন, দু'দেশের বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন তাঁরা।

(তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040