ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমস্‌ পত্রিকার বক্তব্য সঠিক নয়: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
  2018-07-16 20:17:53  cri
জুলাই ১৬: 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বিশ্বব্যাপী কঠিন অবস্থায় পড়েছে বলে সম্প্রতি ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমস্‌ পত্রিকা যে-মন্তব্য করেছে, তা একেবারেই সঠিক নয়। আজ (সোমবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং এ-কথা বলেন।

তিনি বলেন, চীনের সঙ্গে সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের কারণে আজ পর্যন্ত একটি দেশও ঋণগ্রস্ত হয়নি। যেসব দেশের ঋণ-সংকট আছে, তার জন্য চীন দায়ী নয়।

মুখপাত্র বলেন, পারস্পরিক আলোচনা ও কল্যাণের ভিত্তিতে যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগের ফলে ইতোমধ্যেই সংশ্লিষ্ট দেশগুলো শুল্ক হিসেবে ২২০ কোটি মার্কিন ডলার আয় করেছে এবং এসব দেশে ২ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তা ছাড়া, এই উদ্যোগের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, সেগুলো সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছে। এই প্রেক্ষাপটে এই উদ্যোগকে ঋণ-সংকটের কারণ মনে করার কোনো যুক্তি নেই। (আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040