যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ করবে চীন
  2018-07-16 20:17:01  cri
জুলাই ১৬: চীনের ২০,০০০ কোটি ডলার মূল্যের রফতানিপণ্যের উপর শুল্ক আরোপ করা হলে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দায়ের করবে বেইজিং। সম্প্রতি চীনের বানিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র এ-তথ্য জানিয়েছে।

গত ১১ জুলাই চীনের বানিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রশ্নে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। চীন এর তীব্র প্রতিবাদ জানায়। দেশ ও জনগণের স্বার্থ এবং বিশ্বের মুক্ত বাণিজ্য-ব্যবস্থা ও বহুপক্ষবাদী ব্যবস্থা রক্ষায় চীন যথাযথ পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। (আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040