সংবিধানের সপ্তদশ সংশোধনী নারীর ক্ষমতায়নকে বাধাগ্রস্ত করবে: মহিলা পরিষদ
  2018-07-16 19:19:42  cri

সংবিধানের সপ্তদশ সংশোধন বিল পাস হওয়ায় ভবিষ্যতে তা নারীর ক্ষমতায়নকে বাধাগ্রস্ত করবে বলে মনে করে বাংলাদেশ মহিলা পরিষদ।

সোমবার রাজধানীর সেগুন বাগিচায় সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আয়শা খানম অভিযোগ করেন আগামী ২৫ বছরের জন্য সংরক্ষিত নারী আসনের মেয়াদ বাড়ায় তা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নকে বাধাগ্রস্ত করবে। এতে সংশ্লিষ্ট নারী এমপিদে নির্দিষ্ট নির্বাচনী এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা নষ্ট হলো। তাই এ সংশোধন পুনর্বিবেচনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040