মন্ত্রিসভা বৈঠকে মানসিক স্বাস্থ্য আইনের খসড়া অনুমোদন
  2018-07-16 19:17:59  cri

মন্ত্রিসভার নিয়মিত বৈঠক সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মানসিক স্বাস্থ্য আইন ২০১৮'র খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, ১৯১২ সালের ইংরেজি আইনকে যুগোপযোগী করে বাংলায় করা হয়েছে আইনটি। এ আইনে মানসিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোনো পেশাজীবী মিথ্যা সার্টিফিকেট দিয়ে দায়িত্বপালন করলে এক বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অভিভাবকরা সম্পত্তি ভাগাভাগিতে কারচুপি ও চিকিৎসায় অবহেলা করলে পাঁচ লাখ টাকা জরিমান বা তিন বছরের জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া আয়ারল্যান্ডকে হারিয়ে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040