যুক্তরাষ্ট্রের অভিযোগ তথ্যভিত্তিক নয়: চীনা মুখপাত্র
  2018-07-16 19:16:05  cri

জুলাই ১৬: চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে দীর্ঘকাল ধরে অগ্রহণযোগ্য ও অবৈধ সুবিধা ভোগ করে আসছে বলে ট্রাম্প প্রশাসন সম্প্রতি যে-অভিযোগ করেছে, তার বিরোধিতা করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং। তিনি আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে 'উক্ত অভিযোগ তথ্যভিত্তিক নয়' বলেও মন্তব্য করেন।

হুয়া ছুন ইং বলেন, যুক্তরাষ্ট্র বৈশ্বিক বাণিজ্যের নিয়মকানুনসমূহের অন্যতম প্রণয়নকারী। মার্কিন ডলার বৈশ্বিক লেনদেনের মূল মাধ্যম-মুদ্রা। যুক্তরাষ্ট্রের অনেক পরে চীন আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করা শুরু করে। যুক্তরাষ্ট্রের নিজের প্রণীত আইন চীনের অনুকূলে যায় কী করে?

মুখপাত্র বলেন, গেল ৪০ বছরে চীন-মার্কিন দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে ২৩০ গুণ। এই দীর্ঘ সময়ে যুক্তরাষ্ট্র কেবল ক্ষতিগ্রস্ত হয়ে আসছে, এই অভিযোগ কীভাবে করা সম্ভব? বর্তমানে চীন বিশ্বের ১২০টি দেশ ও অঞ্চলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। চীনের বাজারও বিশাল। গেল বছর চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগ আকর্ষণকারী দেশ ছিল। তবে কি এতগুলো দেশ চীনের সঙ্গে ক্ষতি স্বীকার করে বাণিজ্য করছে?

মুখপাত্র আরও বলেন, বর্তমান যুগে বাণিজ্যে সংরক্ষণনীতি গ্রহণ করে টিকে থাকা সম্ভব নয়। বাণিজ্যে সংরক্ষণবাদ সংশ্লিষ্ট সকল পক্ষের জন্যই ক্ষতিকর। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040