জাহাজডুবির কারণ দ্রুত খুঁজে বের করতে থাই কর্তৃপক্ষের প্রতি চীনা রাষ্ট্রদূতের আহ্বান
  2018-07-16 16:22:48  cri
চুলাই ১৬: ফুকেতে সাম্প্রতিক জাহাজডুবির ঘটনার কারণ দ্রুত খুঁজে বের করতে থাই কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন থাইল্যান্ডে চীনা রাষ্ট্রদূত লু চিয়ান। তিনি গতকাল (রোববার) দুর্ঘটনায় নিহত ৪৭ জন চীনা পর্যটকের শেষজনের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ফুকে গভীর সমুদ্রবন্দরে উপস্থিত হন এবং ওই আহ্বান জানান।

লু চিয়ান বলেন, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের সংশ্লিষ্ট আইন অনুসারে শাস্তি দিতে হবে। চীনা পর্যটকদের নিরাপত্তায় চীন-থাইল্যান্ড সহযোগিতা জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি চীন ও থাইল্যান্ডের যৌথ উদ্ধারদল এবং অস্ট্রেলিয়া, ব্রিটেন, নিউজিল্যান্ড ও পর্তুগালের স্বেচ্ছাসেবকদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। (আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040