সুরের ধারায়--'দ্বিতীয় জীবন'
  2018-08-11 19:00:25  cri




বিভিন্ন ধর্ম ও কিংবদন্তিতে মহাপ্রলয়ের ভবিষ্যদ্বাণী আছে। হলিউডে পৃথিবীর ধ্বংস সম্পর্কিত অনেক চলচ্চিত্রও হয়েছে। আপনি কি কখনও কল্পনা করেছেন যে, যদি পৃথিবী সত্যিই ধ্বংস হয়, তাহলে আপনি কি কি করবেন? অনেক গল্পে এ বিষয়ে লেখা হয়েছে। আর চীনের তাইওয়ানের বিখ্যাত ব্যান্ড মে ডে (May Day) একটি অ্যালবামে মহাপ্রলয় নিয়ে তাদের চিন্তা প্রকাশ করেছে। আজকের অনুষ্ঠানে আমরা মে ডে'র এই অ্যালবাম 'দ্বিতীয় জীবন' থেকে কয়েকটি গান শুনবো।

'দ্বিতীয় জীবন' এই অ্যালবাম ২০১১ সালের সেপ্টেম্বর প্রকাশিত হয়। এই অ্যালবাম তৈরির অনুপ্রেরণা এসেছে মায়া সভ্যতার একটি ভবিষ্যদ্বাণী থেকে। এই ভবিষ্যদ্বাণী হলো পৃথিবী ২০১২ সালে ধ্বংস হয়ে যাবে। ২০০৮ সালে চীনের উনছুয়ানে বড় ভূমিকম্পের পর, ২০১১ সালে জাপান ভূমিকম্প পর্যন্ত, এশিয়ায় বিভিন্ন প্রাকৃতিক দুর্ঘটনা ঘটে। এ অবস্থায় মে ডে মহাপ্রলয় নিয়ে একটি অ্যালবাম তৈরির চিন্তা করে।

মহাপ্রলয় আসলে কেমন হবে? 'নোহের সিন্দর' গানে মে ডে লিখেছে, এ সময় ময়ূর চিতাবাঘ ও মানুষ সমুদ্রের দিকে তাকিয়ে থাকবে। যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি (the Statue of Liberty), ওয়াল স্ট্রিট (Wall Street) পানিতে ভেসে যাবে। আমরা জাহাজের পাটাতনে দাঁড়িয়ে দুবাই টাওয়ার পেঁচানো দেয়াল স্পর্শ করি। হিমালয় পর্বতের পাশে সাঁতার কাটে ডলফিন। মহাপ্রলয়ের দৃশ্যটি কল্পনার চেয়েও সুন্দর। অবশেষে আমাদের সবকিছু হারিয়ে যাবে। স্মৃতির লাগেজে আপনি কি রাখবেন? অবশেষে একদিন আসবে যখন আগামীকাল থাকবে না।

বন্ধুরা এখন 'নোহের সিন্দর' গানটি শুনবো।

মায়ার ভবিষ্যদ্বাণীতে বলা হয়, ২০১২ সাল ২১ সেপ্টেম্বর পৃথিবী ধ্বংসের দিন। মায়ার লোক মনে করত এটি পৃথিবীর ভাগ্য, কেউ প্রাণে বাঁচবে না। তবে মে ডের চোখে মহাপ্রলয় হয়তো মানবজাতির হাতে গড়া ভাগ্য। তাদের গান '২০১২' লেখা হয়, মানুষ অট্টালিকা নির্মাণ করে, উপভোগের জন্য সব পেট্রোলিয়াম ব্যবহৃত হয়, ধনী হওয়ার পর সবাই অহংকার করে। যখন শরত্কালে পাতা ঝরবে, শীতকালের তুষার পড়বে, তখন দেবতা আমাদের পৃথিবী বাজেয়াপ্ত করবেন।

বর্তমান মানবজাতি ইতোমধ্যে অনেক প্রাকৃতিক দুর্ঘটনা, পরিবেশ দূষণ ও সম্পদ অভাবের সম্মুখীন হচ্ছে। কোনো পদক্ষেপ না নিলে মানবজাতি হয়তো সংকটে পড়বে। তখন অন্য এক রকম মহাপ্রলয় হবে তাই না? বন্ধুরা এখন '২০১২' গানটি শুনুন। সবাই জানে মায়ার ভবিষ্যদ্বাণী সত্য হয়নি। তবে, এই ভবিষ্যদ্বাণীটি আমাদের মহাপ্রলয় চিন্তা করার সুযোগ দিয়েছে। এমন অবস্থায় আমরা কী করবো? আমাদের স্মরণীয় কাজ কি কি? আমাদের জীবনে কি অনুতাপ আছে, আর যদি নতুন জীবন শুরু করার সুযোগ পাই, কীভাবে জীবন কাটাবো। আসলে বেঁচে থাকলেই কী ধরনের জীবন বেছে নিতে পারেন আপনি? এসব কথাই মে ডে'র 'দ্বিতীয় জীবন' অ্যালবামের মূল বক্তব্য।

ভবিষ্যতে পৃথিবী ধ্বংস হবে কি-না, তা আসলে জানা সম্ভব নয়। তবে প্রত্যেকের জীবন একদিন শেষ হবে, সবকিছু স্মৃতি হয়ে যাবে। প্রত্যেকের পরিণাম একই, তবে প্রক্রিয়া ভিন্ন। একটি ভালো প্রক্রিয়া বা অভিজ্ঞতা অর্জনের জন্য কি করা যাবে? মে ডে তাদের গান 'চিয়ার্স' ও 'OAOA'র মাধ্যমে সবাইকে জানায়, সবাই চেষ্টা করে নিজের স্বপ্ন অনুসরণ করতে হবে, যাতে পরে কোনো অনুতাপ না থাকে; এবং প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতে হবে।    বন্ধুরা, এখন 'চিয়ার্স' ও 'OAOA' গান দু'টি শুনবো।

যদি পৃথিবী ধ্বংস হয়, যদি সবাই আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে আপনি কাকে বেশি মিস করবেন? 'আমি তোমাকে ছাড়া থাকতে চাই না' গানটিতে প্রিয় লোকের জন্য সব ভালোবাসা ও অভাবের অনুভূতি প্রকাশ পেয়েছে।   বন্ধুরা এখন গানটি শুনি। পৃথিবীতে কোন জিনিসটি দীর্ঘদিন ধরে এক রকম আছে? সেগুলো মনে হয় আকাশের নক্ষত্র! অনাদিকাল থেকে এখন পর্যন্ত আমাদের মাথার উপর মিটমিট করে জ্বলছে তারা (stars)। তারা পৃথিবী ও মানবজাতির বিভিন্ন পরিবর্তন সাক্ষী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এই অ্যালবামের আরো একটি গান 'তারকাময় আকাশ' শুনবো, আশা করি আজকের অনুষ্ঠানের গানগুলো শুনে আপনি আরো ভালোভাবে জীবন গড়তে পারবেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040