নেপাল এক বছরে ৩ কোটি ডলার মূল্যের চা রফতানি করেছে
  2018-07-16 15:41:21  cri

জুলাই ১৬: ২০১৭ সালের এপ্রিল মাস থেকে ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত, নেপাল ৩০০ কোটি রুপি বা প্রায় ৩ কোটি মার্কিন ডলার মূল্যের চা রফতানি করেছে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো সম্প্রতি এ-তথ্য জানিয়েছে।

ব্যুরো জানায়, নেপালের ১৪টি জেলায় চা চাষ করা হয় এবং দেশব্যাপী চা-বাগানের সংখ্যা ৯ হাজারের বেশি। এসব চা-বাগানের প্রায় ১২ হাজার হেক্টর জমিতে বছরে গড়ে চা উত্পন্ন হয় ২২০০ হাজার টন।

ব্যুরো আরও জানায়, চা-কৃষকদের স্বার্থ সংরক্ষণ এ-শিল্পের মূল চ্যালেঞ্জ। বর্তমানে নেপালি চা-কৃষকরা বাজারদরের তিন ভাগের এক ভাগ মূল্যে সবুজ চা বিক্রি করে থাকেন। প্রতিকেজি সবুজ চা-এর জন্য তারা পান মাত্র ২৫ রুপি করে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040