চলতি বছরের প্রথমার্ধে আফগানিস্তানে সংঘর্ষে প্রায় ৫০০০ বেসামরিক লোক হতাহত
  2018-07-16 10:34:42  cri
জুলাই ১৬: চলতি বছরের প্রথমার্ধে আফগানিস্তানে বিভিন্ন সশস্ত্র সংঘর্ষ ও সহিংসতায় নারী ও শিশুসহ ৫১২২ জন বেসামরিক লোক হতাহত হয়েছে। তাদের মধ্যে ১৬৯২ জন নিহত ও ৩৪৩০ জন আহত হয়েছে। আফগানিস্তানে জাতিসংঘের সহযোগী মিশন (ইউএনএএমএ) গতকাল (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানায়।

বিবৃতিতে বলা হয়, গত বছরের একই সময়ের তুলনায় নিহতদের সংখ্যা ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তবে আহতদের সংখ্যা ৫ শতাংশ কমেছে। নিহতদের সংখ্যা ২০০৯ সালের পর নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

নিহতদের মধ্যে ২৯ শতাংশ সশস্ত্র সংঘর্ষে ও ২৮ শতাংশ আত্মঘাতী হামলায় নিহত হয়। এছাড়া, রাস্তার পাশে পুঁতে রাখা বোমা, গাড়ি বোমা হামলা, আত্মঘাতী হামলা, নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ ও অন্যান্য জটিল হামলার কারণেই দেশটিতে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

সশস্ত্র সংঘর্ষ ও সহিংসতার সবচেয়ে প্রভাবিত পাঁচটি প্রদেশ হচ্ছে কাবুল, নানগারহার, ফারিয়াব, হেলমান্দ ও কান্দাহার।

বিবৃতিতে ইউএনএএমএ পুনরায় বিভিন্ন পক্ষকে দেশটির শান্তি বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানায়।

(তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040