দারফুরে চীনের প্রথম শান্তিরক্ষা হেলিকপ্টার শাখাদলের জাতিসংঘের 'শান্তি সম্মাননা পদক' লাভ
  2018-07-16 10:21:19  cri
জুলাই ১৬: গতকাল (রোববার) সুদানের দারফুরের আল-ফাশির এলাকায় চীনের প্রথম শান্তিরক্ষা হেলিকপ্টার শাখাদলের ১৪০ জন সেনাকে জাতিসংঘের 'শান্তি সম্মাননা পদক' প্রদান করা হয়।

এদিন সকালে দারফুরে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের বিশেষ প্রতিনিধিদলের যৌথ প্রতিনিধি জেরেমিয়াহ্ মামাবোলো চীনা হেলিকপ্টারদলের প্রধান ছেন ওয়েন লুংয়ের সহায়তায় চীনা শান্তিরক্ষা হেলিকপ্টারদলের কুজকাওয়াচ পরিদর্শন করেন। দারফুর এলাকার শান্তিপূর্ণ পুনর্গঠন ও মানবতাবাদী ত্রাণ কাজে চমত্কার অবদান রাখায় এ পদক প্রদান করে জাতিসংঘ।

জানা গেছে, এ পর্যন্ত চীনা শান্তিরক্ষা হেলিকপ্টারদলের নিরাপদ বিমান চলাচল প্রায় ৮০০ ঘন্টা, তাতে বিভিন্ন কর্মী পরিবহনের সংখ্যা প্রায় ৫০০০ জন, মালামাল পরিবহনের পরিমাণ প্রায় ২০০ টন।

দারফুরের ১৫টি মিশন এলাকায় চারটি হেলিকপ্টারের যাত্রা স্থানীয় অঞ্চলের সরকার ও জনগণের ব্যাপক প্রশংসা পেয়েছে। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040