উত্তর মিয়ানমারের ৭টি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরকারের শান্তি-সংলাপ চলছে
  2018-07-15 20:29:41  cri
জুলাই ১৫: উত্তর মিয়ানমারের ৭টি জাতির সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি-সংলাপ চালিয়ে যাচ্ছে দেশটির সরকার। রাজধানী নেইপিদোতে 'তৃতীয় একুশ শতকের পাংলং শান্তি-সম্মেলন' শীর্ষক এই সংলাপ শুরু হয় ১১ জুলাই; চলবে ১৬ জুলাই পর্যন্ত।

উল্লেখ্য, কাচিন স্বাধীনতা সংস্থা, ইউনাইটেড ওয়া স্টেট আর্মিসহ এই ৭টি সশস্ত্র গোষ্ঠী এখনও সরকার কর্তৃক প্রস্তাবিত দেশব্যাপী যুদ্ধবিরতির আওতার বাইরে রয়ে গেছে। এবারের সংলাপে এই গোষ্ঠীগুলো তাদের দাবি তুলে ধরছে সরকারের কাছে। (আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040