পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানাল চীন
  2018-07-15 17:15:41  cri

জুলাই ১৫: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে গত শুক্রবারের আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং গতকাল (শনিবার) বেইজিংয়ে এ-কথা জানান।

তিনি বলেন, চীন নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করছে এবং আহত ও নিহতদের স্বজনদের প্রতি জানাচ্ছে সমবেদনা।

মুখপাত্র আরও বলেন, চীন যে-কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সন্ত্রাসদমন, দেশের স্থিতিশীলতা রক্ষা, ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাক সরকারের গৃহীত সকল প্রচেষ্টার প্রতি বেইজিংয়ের সমর্থন রয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ১২৮ জন নিহত ও দুই শতাধিক লোক আহত হয়। চরমপন্থী আইএস হামলার দায় স্বীকার করে।(শিশিার/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040