'এক দেশ, দুই ব্যবস্থা' ও হংকং মৌলিক আইন শীর্ষক সেনিমার অনুষ্ঠিত
  2018-07-15 16:24:28  cri

জুলাই ১৫: গতকাল (শনিবার) হংকংয়ে অনুষ্ঠিত হয় 'এক দেশ, দুই ব্যবস্থা' ও হংকং মৌলিক আইন শীর্ষক সেমিনার। এটি ছিল এ-ধরনের তৃতীয় সেমিনার। চীনের মূল ভূখণ্ডের অধীনে হংকং-এর ফিরে আসার ২১ বছর পর 'হংকং মৌলিক আইন' বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সেমিনারে অংশগ্রহণকারীরা আলোচনা করেন।

সেমিনারে চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য ও হংকং নিউ ইয়ুথ এনার্জি থিঙ্ক ট্যাঙ্কের পরিচালক ইয়াং চি হং বলেন, বিগত ২১ বছর ধরে 'এক দেশ, দুই ব্যবস্থা' হংকংয়ের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন এবং স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রেখে এসেছে। এই ব্যবস্থার ফলে হংকংয়ে চীনের কেন্দ্রীয় মূল্যবোধও সুরক্ষিত থেকেছে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040