পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
  2018-07-15 16:20:03  cri

জুলাই ১৫: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে গত শুক্রবারের আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গতকাল (শনিবার) প্রকাশিত এক বিবৃতিতে পরিষদ হামলায় নিহতদের স্বজন ও পাকিস্তান সরকারের প্রতি সমবেদনাও প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, হামলা যারা চালিয়েছে, এর জন্য যারা অর্থের যোগান দিয়েছে এবং যারা এ-ধরনের হামলাকে সমর্থন দিচ্ছে—তাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা পরিষদ যে-কোনো ধরনের সন্ত্রাসী তত্পরতার বিরুদ্ধে। সন্ত্রাসী তত্পরতা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকিস্বরূপ। সকল দেশের উচিত একযোগে সন্ত্রাসীদের দমনে কাজ করে যাওয়া। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040