প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
  2018-07-14 19:24:02  cri

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শনিবার সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার সরকার এখন গ্রামীণ জনপদের উন্নয়নের দিকে নজর দিচ্ছে। ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানের বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, প্রতিবেশিদের সঙ্গে সংলাপের মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করা যায়। সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্স নীতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ ৭ দশমিক ৭৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে- যা সম্ভবতো বিশ্বে সর্বোচ্চ।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040