রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণ উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনার
  2018-07-14 19:23:03  cri

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আতঙ্কিত হবার বা উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিয়মান এ বিদ্যুৎ কেন্দ্রের ঝুঁকি মোকাবেলায় নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজের উদ্বোধন করে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বরিসভ। রাশিয়া ও ভারতের কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মাণ করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি। নির্দিষ্ট সময়ে নির্মাণ কাজ শেষ হলে ২০১৩-২৪ সাল নাগাদ এ বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040