ডব্লিউটিও-তে চীনের বাণিজ্যনীতির সপ্তম পর্যালোচনা শেষ
  2018-07-14 18:59:24  cri

জুলাই ১৪: বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-তে চীনের গেল দু'বছরের বাণিজ্যনীতির পর্যালোচনা গতকাল (শুক্রবার) জেনিভায় শেষ হয়। পর্যালোচনা চলাকালে ডব্লিউটিও-র সদস্যদেশগুলো চীনকে ১৯৬৩টি লিখিত প্রশ্ন করে এবং পর্যালোচনায় অংশগ্রহণকারী ৭০ জন সদস্য বক্তৃতা করেন। এটি ছিল ডব্লিউটিও-তে চীনের বাণিজ্যনীতির সপ্তম পর্যালোচনা।

উল্লেখ্য, ডব্লিউটিও-র নিয়ম অনুযায়ী নিয়মিত বিরতিতে সংস্থার সকল সদস্যদেশের বাণিজ্যনীতির পর্যালোচনা করা হয়। পর্যালোচনার উদ্দেশ্য, সদস্যদেশগুলোর বাণিজ্যনীতির স্বচ্ছতা বৃদ্ধি এবং সংস্থার নীতি মেনে চলতে ও প্রতিশ্রুতি পালন করতে তাগিদ দেওয়া। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040