ব্রিটেনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি হতে পারে: ডোনাল্ড ট্রাম্প
  2018-07-14 18:16:03  cri
জুলাই ১৪: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'ব্রেক্সিট'-এর পর ব্রিটেনের সঙ্গে তার দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি হতে পারে। তিনি গতকাল (শুক্রবার) ব্রিটেনের চেকারস্‌-এ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে 'ব্রেক্সিটের সুবিধা' গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।

ট্রাম্প বলেন, মার্কিন-ব্রিটিশ সম্পর্ক বর্তমানে 'বিশেষভাবে উচ্চমানের'। তবে, দু'দেশের মধ্যে বাণিজ্যচু্ক্তি হতে হবে 'ফেয়ার' ও 'উইন-উইন'।

সাংবাদিক সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরিসা মে বলেন, দু'দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে তার আলোচনা হয়েছে। (আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040