যুক্তরাষ্ট্রের ভোক্তা-আস্থা-সূচক ৬ মাসের মধ্যে সর্বনিম্ন
  2018-07-14 16:26:10  cri

জুলাই ১৪: মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে গতকাল (শুক্রবার) প্রকাশিত এক পরিসংখ্যান অনুসারে, চলতি মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্রে ভোক্তা-আস্থা-সূচক ছিল ৯৭.১, যা বিগত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন। মার্কিন সরকারের শুল্কনীতি অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এমন আশঙ্কায় সূচকের পতন ঘটেছে বলে পরিসংখ্যানে উল্লেখ করা হয়।

পরিসংখ্যান তৈরির সঙ্গে জড়িত একজন বিশেষজ্ঞ বলেন, ট্রাম্প সরকারের শুল্কনীতির ফলে মার্কিন ভোক্তাদের দুশ্চিন্তা দিন দিন বাড়ছে। আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমতে পারে এবং মুদ্রাস্ফীতি বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।

পরিসংখ্যান অনুসারে, দেশের শুল্কনীতি অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে ৩৮ শতাংশ মার্কিনি মনে করেন। মে মাসে এ হার ছিল ১৫ শতাংশ। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040