চীন-আরব সহযোগিতা নিয়ে আশাবাদী আরব বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা
  2018-07-14 16:24:05  cri

জুলাই ১৪: ২৬তম আরব অর্থনৈতিক ফোরাম গত ১২ ও ১৩ জুলাই লেবাননের রাজধানী বৈরুতে অনুষ্ঠিত হয়। ফোরামে অংশগ্রহণকারী বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা মনে করেন, চীন-আরব সহযোগিতার সম্ভাবনা উজ্জ্বল এবং 'এক অঞ্চল, এক পথ' কাঠামোতে বিভিন্ন ক্ষেত্রে আরব দেশগুলো চীনের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী।

এবার ফোরামের মূল আলোচ্য বিষয় ছিল: আরব দেশগুলোর সামনে বিরাজমান বিভিন্ন চ্যালেঞ্জ এবং সংস্কার ও বিনিয়োগ পরিবেশ। লেবাননের প্রধানমন্ত্রী সা'দ হারিরি ফোরামে উপস্থিত ছিলেন। এ ছাড়া, এতে আরব দেশগুলোর বিভিন্ন মহলের পাঁচ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

ফোরামে আরব দেশগুলোর 'ফেডারেশান অব এগ্রিকালচারাল অ্যান্ড কমার্সিয়াল অ্যাসোসিয়েশান'-এর একজন কর্মকর্তা জানান, চীনের 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব ইতোমধ্যেই অনেক আরবদেশে বাস্তবায়িত হচ্ছে। এটি চীন সরকার কর্তৃক উত্থাপিত একটি বাস্তব কৌশল।

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিয়োরা বলেন, চীন-আরব সহযোগিতার সম্ভাবনা অনেক। আরব দেশগুলো পারস্পরিক সম্মানের ভিত্তিতে চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিনিময় জোরদার করতে ইচ্ছুক।(শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040