পাকিস্তানের বালুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২৮ জন নিহত
  2018-07-14 16:21:44  cri

জুলাই ১৪: গতকাল (শুক্রবার) পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশের মাস্টাং অঞ্চলের একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ১২৮ ব্যক্তি নিহত ও অন্তত ১০০ জন আহত হয়। প্রাদেশিক সরকারের পক্ষ থেকে এ-তথ্য জানানো হয়েছে।

স্থানীয় তথ্যমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার বিকেলে বালুচিস্তান আওয়ামী পার্টি মাস্টাংয়ে একটি জনসমাবেশ আয়োজন করে। পার্টির একজন নেতার গাড়িবহর সভাস্থলে পৌঁছালে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। চরমপন্থী গোষ্ঠি আইএস হামলার দায় স্বীকার করেছে।

এদিকে, একই দিন সকালে পাকিস্তানের খাইবার পাখ্‌তুনখাওয়া প্রদেশে একজন রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে ৪ জন নিহত ও ৩২ জন আহত হয়।

উল্লেখ্য, পাকিস্তান জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। এমনি এক প্রেক্ষাপটে হামলাগুলো চালানো হল। এর আগে গত ১০ জুলাই খাইবার পাখ্‌তুনখাওয়ার রাজধানী পেশোয়ারে আওয়ামী ন্যাশনাল পার্টির সমাবেশেও আত্মঘাতী হামলা চালানো হয়। সে-হামলায় পাটির নেতা হারুন বিলোর নিহত হন। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040