সুরের ধারায়--May Day
  2018-07-26 14:41:04  cri



আজকের অনুষ্ঠানে চীনের খুব বিখ্যাত ও জনপ্রিয় ব্যান্ড মে ডে'র সঙ্গে (May Day) আপনাদের পরিচয় করিয়ে দেবো। ১৯৯৯ সাল প্রথম অ্যালবাম প্রকাশের পর থেকে এখন পর্যন্ত ব্যান্ডটি চীন বা দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে। তারা শক্তিশালী ও আবেগপ্রবণ গানের মাধ্যমে নিজেদের প্রকাশ করে, লোকদের উত্সাহিত করে, এবং তরুণদের উত্সাহ দেয়। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে সংগীতের মাধ্যমে মে ডে'র গানের শক্তি অনুভব করবো।

মে ডে'র প্রধান গায়ক আ শিন, গিটারিস্ট কুয়াই শো, শিটো, বেসিস্ট মাশা ও ড্রাম বাদক কুয়ান ইয়ো। ব্যান্ডের চার সদস্য হাই স্কুলের সময় থেকে পরিচিত। তখন থেকে ছোট ব্যান্ড হিসেবে পারফরমেন্স করতে শুরু করে তারা। বিশ্ববিদ্যালয়ের সময় নতুন সদস্য হিসেবে যোগ দেন মাশা। ১৯৯৭ সালে তাইওয়ানের বিখ্যাত সংগীত ফেস্টিভাল Formoz-এ তারা 'মে ডে'র নামে পারফরমেন্স করে। এতে মে ডে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এরপর থেকে মে ডে প্রায়শই তাইপেই শহরের সব বার বা রেস্তোরাঁয় গান গায়। আর ১৯৯৮ সালে রক রেকর্ড সংগীত কোম্পানি তাদের খুঁজে পায় এবং তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। এভাবে মে ডে'র অসাধারণ সংগীত জীবন শুরু হয়।

১৯৯৯ সালে মে ডে তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করে। অ্যালবামের সব গান তাদের নিজেদের রচনা। অ্যালবামের কাভারে লেখা হয়, "মে ডে তোমার খুব কাছের একটি ব্যান্ড। যে কথা তুমি বলতে চাও আমরা জানি, যে গান তুমি শুনতে চাও, তাও আমরা জানি।" শুধু এই অ্যালবাম নয়, মে ডে'র গান লোকদের, বিশেষ করে তরুণদের মনের কথা প্রকাশ করেছে। এ কারণে প্রথম অ্যালবাম প্রকাশের পর মে ডে অনেক জনপ্রিয় হয় এবং কয়েক মাস পর তাদের কনসার্ট অনুষ্ঠিত হয়।

একটি রক ব্যান্ড হিসেবে মে ডে'র অনেক গান খুব শক্তিশালী ও আবেগপূর্ণ। গান শুনে শরীরের রক্ত উত্তপ্ত হয়ে ওঠে। রকের চেতনা---মুক্তি, স্বাধীনতা, ও ভালোবাসা---তাদের গানে সুন্দরভাবে প্রতিফলিত হয়। তারাও আশা করে তাদের গান শুনে তরুণরা সাহসী হয়ে উঠবে, ভয় জয় করবে। বন্ধুরা, এখন শুনুন মে ডে'র শক্তিশালী একটি রক গান 'পৃথিবীপৃষ্ঠ ছাড়িয়ে যাও'।

প্রতি বছর মে ডে'র অনেকগুলো কনসার্ট ও পারফরমেন্স হয়। সংগীত নিয়ে যেন তাদের অনেক উত্সাহ ও এনার্জি রয়েছে। মে ডে বলে, সংগীতের ভালোবাসার জন্য তারা জন্মগ্রহণ করেছে। এটাই সংগীতের প্রতি তাদের মনোভাব। প্রতিটি লোক ভালোবাসার জন্য এই পৃথিবীতে এসেছে। জীবনে তোমার ভালোবাসা কি? মে ডে তাদের গানে লিখেছে, 'আবিষ্কার করলে তাতে অবিচল থাকবে এবং অনুসরণ করবে।' বন্ধুরা, এখন শুনুন মে ডে'র গান 'ভালোবাসার জন্য জন্মগ্রহণ'।

শক্তিশালী ও আবেগপ্রবণ রক গানের পাশাপাশি মে ডে'র শান্তিপূর্ণ গানগুলোও সুন্দর। 'সন্তুষ্টি' মে ডে'র সবচেয়ে পরিচিত একটি গান। জীবনে সবসময় অনেক অনুতাপ থাকে। শুধু অতিরিক্ত চাহিদা ছেড়ে দিলে মন শান্ত হয়, সন্তুষ্ট হয়। এই গানের শান্ত সুরে এমন ভাবনা তুলে ধরা হয়েছে। গানের কথায় বলা হয়, কীভাবে রামধনু অধিকার করে? কীভাবে গ্রীষ্মকালে বাতাস হয়? আকাশের তারা পৃথিবীর মানুষের দিকে হেসে, তাদের সবসময় অসন্তুষ্ট লাগে। তোমার হাসি ভালোবাসলে তা কীভাবে রক্ষা করবো? যদি তোমার খুশি আমার জন্য না হয়, তাহলে ছেড়ে দেওয়া কি অন্য রকমের সন্তুষ্টি?

লোকেরা বলে মে ডে হচ্ছে তরুণদের ব্যান্ড, তাদের গান তো যৌবনের গান! তবে সময় পার হয়েছে। তারা ও তাদের ফ্যানস আর তরুণ নেই, এখন আবার তাদের গান শুনে বুঝতে পারে, তাদের গান শুধু যৌবন নয়, বরং জীবন। হয়তো একদিন আপনি দেখবেন, যৌবনের যেসব উত্তপ্ত সময় ও উত্সাহী সময়গুলো কুয়াশার মত বিলীন হয়ে যাবে। সেটিও জীবন। বন্ধুরা, এখন তাদের গান 'কুয়াশার মতো' শুনবো।

অনুষ্ঠান শেষে মে ডে'র আরো একটি সুন্দর গান 'যদিও আমার কখনও দেখা হয়নি' শুনবো। আশা করি এই গান শুনে আপনার কিছু সুন্দর স্মৃতি মনে পড়বে।

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040