সুরের ধারায়---ভ্রমণ
  2018-07-19 16:07:20  cri



ভ্রমণ অনেকের কাছে খুব পছন্দের একটি কাজ। প্রায় সবাই কখনও দেশে বা বিদেশে, দীর্ঘ দূরত্বে বা কাছাকাছি ভ্রমণ করেন। আপনাদের নিশ্চয়ই বিভিন্ন স্থানে ভ্রমণের অনেক স্মরণীয় স্মৃতি রয়েছে, এবং ভবিষ্যতে কোনো জায়গায় ভ্রমণের খুব ইচ্ছা হয়।  আজকের অনুষ্ঠানে আমরা ভ্রমণ সংক্রান্ত কিছু গান শুনবো।

সুন্দর দৃশ্য দেখা ও বিনোদন অধিকাংশ লোকের ভ্রমণের প্রধান কারণ। একটি নির্ভুল ভ্রমণ উপভোগের জন্য যাত্রা শুরু হওয়ার আগে লাগেজ ঠিক করা, টিকিট কেনা, হোটেল রিজার্ভ করা, ভ্রমণ কর্মসূচি পরিকল্পনা করা ইত্যাদি অনেক প্রস্তুতিমূলক কাজ করা দরকার। আর কাউকে হয়তো ভ্রমণের সময় কাজ করতে হয়। এতে ভ্রমণের মধ্যেও কষ্ট লাগে। মৌলিক প্রস্তুতির কাজ করাই যথেষ্ট, এত বেশি চিন্তা করা দরকার নেই, শুধু হালকা মন নিয়ে ভ্রমণ শুরু করলে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এখন শুনুন 'traveling light'।

আপনি কি কোনো বিশেষ স্থানে ভ্রমণ করতে চান? সেখানে গিয়ে কী কী করতে হবে? বিশ্বে অনেক বিখ্যাত পর্যটন স্থান লোকদের আকর্ষণ করে। যেমন তুরস্কের ক্যাপাডোসিয়াতে (Cappadocia) হট এয়ার বেলুন, বসন্তকালে জাপানে চেরিফুল দেখা, ফ্রান্সের এলিসিতে (Champs Elysees) হাটাহাটি করা, অস্ট্রেলিয়ার সমুদ্রে ডাইভিং করা, চীনের মহাপ্রাচীর হাঁটা ইত্যাদি ইত্যাদি। 'তোমাকে ভ্রমণে নিয়ে যাই' গানটিতে এসব ভ্রমণ সম্পর্কে সুন্দর প্রত্যাশার কথা বলা হয়। চলুন, এখন গানটি শুনি।

বন্ধুরা, ভ্রমণে আপনার স্মরণীয় স্মৃতি আছে কি? আমার একটি ঘটনা খুব মনে পড়ে। একবার বিদেশ ভ্রমণের সময় ট্রেন ছাড়ার সময় হয়ে যায়। কিন্তু স্থানীয় ভাষা না জানার কারণে আমি ট্রেন স্টেশন খুঁজে পাই না। খুব উদ্বিগ্ন হয়ে পড়ি। এমন সময় এক দাদী তার গাড়িতে করে সময়মতো আমাকে স্টেশনে পৌঁছে দেন। সেই দাদীর সহায়তায় আমার পরবর্তী যাত্রা পরিকল্পনা মতো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমি এ অভিজ্ঞতা থেকে শিখেছে কখনও কখনও ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সুন্দর দৃশ্য দেখা নয়, বরং অন্যান্য মানুষ দেখা ও বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করা।

বন্ধুরা, আপনার কাছে ভ্রমণের অর্থ কি? কেউ কেউ ক্লান্তি থেকে বিশ্রাম নেওয়ার জন্য, আবার কেউ একঘেঁয়ে জীবন থেকে হাঁপ ছেড়ে বাঁচতে দূরে কোথাও বেড়াতে যান। কেউ সুন্দর দৃশ্য দেখার জন্য বা ব্যর্থ প্রেমের দুঃখ ঘোচাতে ভ্রমণে যান। বিভিন্ন মানুষের কাছে ভ্রমণের বিভিন্ন অর্থ আছে।

বন্ধুরা, এখন শুনুন তাইওয়ান গায়িকা ছেন ছি চেনের গান 'ভ্রমণের অর্থ'।

কেউ বলেন জীবন একটি ভ্রমণ। ভ্রমণে অপ্রত্যাশিত সমস্যা হয়, সুন্দর দৃশ্য দেখা যায়, জীবনের কঠিন পরিস্থিতি তৈরি হয়, আনন্দ-সুখও থাকে। জীবনে অনেকেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য অনেক তাড়াহুড়া করেন। আর অনেকেই অর্থ-সম্পদ ও খ্যাতির পেছনে ছুটতে গিয়ে দৈনন্দিন জীবনের সুখকে অবহেলা করেন। ভ্রমণ বা জীবনের বিভ্রান্তির সময় এ-কথা মনে রাখা উচিত্‌, ভ্রমণে সবচেয়ে সুন্দর দৃশ্য গন্তব্যস্থল নয়, বরং যাত্রাপথের দৃশ্য।

বন্ধুরা, ভ্রমণের সময় আপনার কি এমন হয়েছে যে, কোনো এক জায়গা বেশি পছন্দ হওয়ায় তা ছেড়ে যেতে ইচ্ছা করে না। ভ্রমণ মিলন ও বিদায়ের পর্ব। এক একটি স্থান ও মানুষকে বিদায় দিয়ে সামনে এগিয়ে যেতে হয়। যাত্রায় সমমনা বন্ধু মিলবে, তবে তারা হয়তো আপনার সঙ্গে গন্তব্যে যাবে না। এদিক থেকে দেখলে মনে হয়, ভ্রমণ এক ধরনের একাকী যাত্রা।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষে আরেকটি গান 'সাধারণ পথ' শুনবো। আশা করি, সবাই নিজের প্রতিটি ভ্রমণ উপভোগ করবেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040