উচ্চ শুল্ক মার্কিন অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে: ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান
  2018-07-13 14:05:19  cri
জুলাই ১৩: যদি যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে উচ্চ আমদানি শুল্ক আদায় করে, তাহলে মার্কিন অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল গতকাল (বৃহস্পতিবার) এ-কথা বলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতির পরিবর্তনে অনেক মার্কিন প্রতিষ্ঠান উদ্বিগ্ন। কিন্তু এখনই দেশের বাণিজ্যনীতির ভবিষ্যত্ ধারণা করা যাচ্ছে না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রবৃদ্ধি দুর্বল হলে, সুদের হার কমানো বা বাড়ানোর ক্ষেত্রে ধীরগতির ব্যবস্থা নেবে ফেডারেল রিজার্ভ। ফেড চেয়ারম্যান আশঙ্কা করেন, আর্থিক দুর্বলতা ও মুদ্রাস্ফীতি বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ফেডারেল রিজার্ভকে।

তিনি মনে করেন, শুল্ক কমানো ও সরকারি ব্যয় বাড়ানোর নীতি অনুযায়ী মার্কিন জিডিপি'র কমপক্ষে তিন বছর বৃদ্ধি নিশ্চিত করতে হবে। কিন্তু, জনসংখ্যার পরিমাণ ও অতিরিক্ত চিকিত্সা ব্যয়ের কারণে যুক্তরাষ্ট্রের আর্থিক অবস্থা টেকসই হবে না।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040