বহুপক্ষবাদে গুরুত্বারোপ করেছেন জাতিসংঘ মহাসচিব
  2018-07-13 11:25:38  cri
জুলাই ১৩: গতকাল (বৃহস্পতিবার) বহুপক্ষবাদ ও সুশৃঙ্খল আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস।

এদিন আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শৃঙ্খলা ভঙ্গ করায় যুক্তরাষ্ট্রের ভূমিকাসংক্রান্ত এক প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, জাতিসংঘকে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং মানবাধিকার রক্ষার স্তম্ভ হিসেবে মনে করে বিভিন্ন দেশের মানুষ।

বিভিন্ন দেশের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। বহুপক্ষীয় প্রশাসন ও সুশৃঙ্খল আন্তর্জাতিক সম্পর্ক এমন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।

তিনি আরো বলেন, জাতিসংঘের সংস্কার শুরু করতে হবে। তবে এ সংস্কারের মূল উদ্দেশ্য, বহুপক্ষীয় ব্যবস্থা জোরদার করা এবং কার্যকরভাবে বিভিন্ন দেশের মানুষের চাহিদা ও আশা পূরণ করা।

জাতিসংঘ-যুক্তরাষ্ট্র সম্পর্কে মহাসচিব বলেন, কিছু ক্ষেত্রে মতভেদ থাকলেও সহযোগিতার ব্যাপক বিষয় রয়েছে। মতভেদের কারণে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষতি এড়াতে হবে এবং সহযোগিতার সুযোগ ধরে রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040