কাননানে দারিদ্র্যতা মোকাবিলায় ত্রাণ তহবিল গঠন
  2018-07-13 11:19:53  cri
জুলাই ১৩: গতকাল (বৃহস্পতিবার) চীনের কানসু প্রদেশের কাননান তিব্বতি জাতির স্বায়ত্তশাসিত লুছু জেলায় দারিদ্র্যতা মোকাবিলায় এক ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তহবিলের লক্ষ্য, কাননানের লুছু জেলার দারিদ্র্য বিমোচন ও স্বাস্থ্যগত কারণে দারিদ্র্য বিমোচনের কাজ উন্নত করা। চীনা চিকিত্সা সমিতির ভাইস চেয়ারম্যান ও বেইজিং চিকিত্সা সমিতির চেয়ারম্যান চিন দা ফেং, 'যৌথভাবে চীনা হৃদয় গড়ে তোলা' শিরনামে এ তহবিল গড়ে তোলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জনকল্যাণ সংস্থার নির্বাহী মহাসচিব চেং হং বিং, কাননান বান্নারের গণপ্রতিনিধি সম্মেলনের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ও চীনা কমিউনিস্ট পার্টির লুছু জেলার সম্পাদক লিয়াং মিং কুয়াং এবং লুছু জেলার ডেপুটি কাউন্টি ম্যাজিস্ট্রেট লি জিয়া হুয়ান এতে অংশ নেন।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040