যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক আধিপত্যবাদ বিশ্ব বাণিজ্যিক শৃঙ্খলা ভেঙ্গে দেবে: সিঙ্গাপুরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত
  2018-07-13 11:16:39  cri
জুলাই ১৩: সিঙ্গাপুরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হং সিয়াও ইয়ং বলেছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক আধিপত্যবাদ বিশ্ব বাণিজ্যিক শৃঙ্খলা ভেঙ্গে দেবে। চীনের কিছু পণ্যে মার্কিন অতিরিক্ত শুল্ক আদায় গুরুতরভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করেছে। একে বাণিজ্যিক আধিপত্যবাদ বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি সিঙ্গাপুরে চীনা ব্যবসায়ী সমিতি, চীনা ঔষধ ও স্বাস্থ্যপণ্য সমিতির একশ'রও বেশি প্রতিনিধি চীনা রাষ্ট্রদূত হং সিয়াও ইয়ং'র সঙ্গে চীন-মার্কিন বাণিজ্যিক সংঘাত নিয়ে আলোচনা করেন। এ সময় এসব কথা বলেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, মার্কিন এ পদক্ষেপ বিশ্বের শিল্প চেইন ও মূল্য চেইন নষ্ট করবে এবং বিশ্ব অর্থনীতির পুনরুজ্জীবনে বাধা দেবে। 'নিউইয়র্ক টাইমস' পত্রিকায় বলা হয়েছে, বাণিজ্যিক সংঘাত ধ্বংসাত্মক দ্বন্দ্ব সৃষ্টি করবে এবং বিশ্বের সরবরাহ ব্যবস্থার ক্ষতি করবে। এতে প্রতিষ্ঠান ও ভোক্তার ব্যয় বেড়ে যাবে।

তিনি জোর দিয়ে বলেন, চীন বাণিজ্যযুদ্ধ চায় না। এর আগে বাণিজ্যযুদ্ধ এড়াতে একমত হয়েছে দুই দেশ। কিন্তু যুক্তরাষ্ট্র নিজের কথা বরখেলাপ করেছে। চীন অবশ্যই তার বৈধ স্বার্থ রক্ষা করবে। চীন একপক্ষবাদের বিরোধিতা করবে।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040