ঢাকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সম্মেলন অনুষ্ঠিত
  2018-07-12 19:04:30  cri
বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিজিপি'র চারদিনব্যাপী সীমান্ত সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ৯ তারিখ শুরু হয়ে সম্মেলন শেষ হয়েছে ১২ জুলাই।

সম্মেলন শেষে বৃহস্পতিবার বিজিবি ও বিজিপির যৌথ সংবাদ সম্মেলন হয়। এতে বিজিবির ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মজিবর রহমান জানান, বাংলাদেশে চলমান মাদকবিরোধী অভিযানের কারণে পালিয়ে যাওয়া মাদকব্যাবসায়ীদের একটি তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে ঢাকা। পলাতক মাদক ব্যবসায়ীদের ফিরিয়ে আনতে উভয়পক্ষে আলোচনা হয় বলে তিনি জানান। উভয়পক্ষ ইয়াবাসহ মাদক চোরাচালান প্রতিরোধে একযোগে কাজ করতেও সম্মত হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040