চীনের ওপর ডব্লিউটিও'র সপ্তম বাণিজ্যিক যাচাই সম্মেলন জেনিভায় অনুষ্ঠিত
  2018-07-12 19:04:01  cri
জুলাই ১২: চীনের ওপর বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র সপ্তম বাণিজ্যিক যাচাই সম্মেলন গতকাল (বুধবার) সংস্থার সদর দফতর জেনিভায় অনুষ্ঠিত হয়। এতে চীনের অবস্থা তুলে ধরেন চীনা উপ-বাণিজ্যমন্ত্রী ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনা প্রতিনিধিদলের উপ-প্রতিনিধি ওয়াং শৌ ওয়েন।

তিনি বলেন, ২০১৬ সালের জুলাই মাস থেকে আন্তর্জাতিক বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ খাতে নতুন অগ্রগতি অর্জন করেছে চীন। বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থায় সক্রিয়ভাবে অংশগ্রহণও করেছে চীন। ২০০১ সালে ডব্লিউটিও'তে যোগ দেওয়া থেকে ২০১৭ সাল পর্যন্ত চীনা পণ্যের আমদানির বার্ষিক প্রবৃদ্ধির হার ১৩.৫ শতাংশের বেশি। এটি বিশ্বের গড় মানের ২ গুণ। চীনের সেবাগত বাণিজ্য খাতে আমদানির বার্ষিক প্রবৃদ্ধির হার ১৬.৭ শতাংশ বেশি। এটি বিশ্বের গড় মানের ২.৭ গুণ ।

তিনি আরো বলেন, বর্তমানে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বাণিজ্যের সংরক্ষণবাদ ও একতরফাবাদ দমন করতে ডব্লিউটিও'র প্রতি আহ্বান জানায় বেইজিং। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040