বিভিন্ন দেশের উচিত একসঙ্গে বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা করা: জাতিসংঘে চীনা প্রতিনিধি
  2018-07-12 16:33:24  cri

জুলাই ১২: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি মা ছাও সিয়ু বলেছেন, বিভিন্ন দেশের উচিত একসঙ্গে বহুপক্ষবাদ সমর্থন করা এবং বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা করা।

স্থানীয় সময় ১০ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়নবিষয়ক উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামের এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে মা ছাও সিয়ু বলেন, বর্তমানে বিশ্বে অর্থনীতির পুনরুত্থানের প্রবণতা দুর্বল, বাণিজ্য ও বিনিয়োগ শক্তিহীন, সংরক্ষণবাদ ও বিশ্বায়ন-বিরোধী প্রবণতা জোরদার, বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা আঘাতপ্রাপ্ত, টেকসই উন্নয়ন তীব্র চ্যালেঞ্জের সম্মুখীন। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক সমাজের উচিত মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা করা, অংশীদারি সম্পর্ক উন্নয়ন করা, আন্তর্জাতিক উন্নয়নের পরিবেশ উন্নত করা, বিভিন্ন দেশের জনগণের জন্য সমানভাবে অর্থনীতি উন্নয়নের উপকার বয়ে আনা।

মা ছাও সিয়ু বলেন, যুক্তরাষ্ট্র অর্থনীতির ইতিহাসে বৃহত্তম বাণিজ্য যুদ্ধ শুরু করেছে, যা বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি লঙ্ঘন। এটি বিশ্ব বাণিজ্যের শৃঙ্খলা ধ্বংস করবে। বিভিন্ন দেশের উচিত একসঙ্গে বহুপক্ষবাদ সমর্থন করা এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা ও নীতি রক্ষা করা। (তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040