চীন-উত্তর কোরিয়া বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ৫৭তম বার্ষিকী পালিত
  2018-07-12 10:48:08  cri
জুলাই ১২: 'চীন-উত্তর কোরিয়া বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সহায়ক চুক্তি' স্বাক্ষরের ৫৭তম বার্ষিকী উপলক্ষ্যে গতকাল (বুধবার) এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর কোরিয়ায় নিযুক্ত শার্জ দ্যা অ্যাফেয়ার্স চাং ছেং কাং। উত্তর কোরিয়ার সর্বোচ্চ গণসম্মেলনের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ইয়াং হিয়ং সোপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চাং বলেন, গত ৫৭ বছরে চীন ও উত্তর কোরিয়া বন্ধুত্বপূর্ণ চুক্তি অনুসরণ করে বিভিন্ন খাতে সহযোগিতা চালু করেছে, কার্যকরভাবে দুই সমাজতান্ত্রিক দেশের কাজ উন্নত করেছে, দু'দেশের জনগণের বাস্তব কল্যাণ বয়ে এনেছে এবং কোরীয় উপদ্বীপ ও উত্তরপূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতায় অবদান রেখেছে। এ সম্পর্ক উন্নত ও সুসংবদ্ধ করা চীন সরকার ও সিপিসি'র দৃঢ় প্রতিজ্ঞা।

উত্তর কোরিয়ার সমাজতান্ত্রিক কাজের নতুন সাফল্য কামনা করেন চাং।

ইয়াং তাঁর অভিনন্দনবাণীতে চুক্তির গুরুত্বপূর্ণ তাত্পর্য তুলে ধরেন। তিনি দু'দেশের সিনিয়র নেতাদের যৌথ প্রয়াসে দ্বিপক্ষীয় মৈত্রীকে শ্রেষ্ঠ সম্পত্তি হিসেবে উল্লেখ করেন এবং দৃঢ়ভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ঘোষণা দেন। (সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040