চীনের ২০০ বিলিয়ন ডলার পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের তালিকা নিয়ে চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের উত্তর
  2018-07-11 18:38:35  cri
জুলাই ১১: চীন থেকে আমদানিকৃত ২০০ বিলিয়ন ডলার পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের তালিকা নিয়ে আজ (বুধবার) উত্তর জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের প্রকাশিত শুল্ক আরোপের তালিকা চীন একেবারে গ্রহণ করতে পারে না। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানায় বেইজিং। যুক্তরাষ্ট্রের আচরণ চীনকে আঘাত করছে, বিশ্বকে আঘাত করেছে এবং দেশটি নিজেকেও আঘাত করছে, এমন যুক্তিহীন আচরণে জনগণের কোনো সমর্থন নেই।

মুখপাত্র আরো বলেন, দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় চীন প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে চীন আন্তর্জাতিক সমাজকে একসঙ্গে অবাধবাণিজ্য নীতি ও বহুপাক্ষিক বাণিজ্য পদ্ধতি রক্ষায় চেষ্টা চালানোর আহ্বান জানায়। চীন যুক্তরাষ্ট্রের একতরফা আচরণ নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা দায়ের করবে বলেও জানান মুখপাত্র। (তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040