ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর যৌথ বিবৃতি স্বাক্ষর
  2018-07-11 16:10:31  cri
জুলাই ১১: ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ ইয়ুঙ্কার গতকাল (মঙ্গলবার) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মধ্যে যৌথ বিবৃতি স্বাক্ষর করেছেন।

এতে বলা হয়েছে, ২০১৬ সালে ইইউ ও ন্যাটো জোটের নেতারা ওয়ার্শে সহযোগিতা জোরদারকে সামনে রেখে এক যৌথ বিবৃতি স্বাক্ষর করেছিলেন। পরবর্তী দুই বছরে দু'পক্ষ ভূমধ্যসাগরে নিরাপত্তা, যুদ্ধ-হুমকি মোকাবিলা ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সহযোগিতা অনেক এগিয়ে নিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, দু'পক্ষ সন্ত্রাসী কর্মকাণ্ড, সামরিক, রাসায়নিক, জৈব, তেজস্ক্রিয় ও পরমাণু ঝুঁকি মোকাবিলা করে শান্তি ও নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করবে।

(আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040