চীন ও আরব দেশগুলো সার্বিক সহযোগিতা ও অভিন্ন উন্নয়নের কৌশলগত অংশীদার হবে: চীনের প্রেসিডেন্ট
  2018-07-11 16:08:47  cri
জুলাই ১১: চীন ও আরব দেশগুলো সার্বিক সহযোগিতা ও অভিন্ন উন্নয়নের কৌশলগত অংশীদার হবে বলে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। চীন-আরব সহযোগিতা ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট সি।

গতকাল (মঙ্গলবার) চীন-আরব ফোরাম নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

তিনি বলেন, এ অংশীদারি সম্পর্ক দুই পক্ষের উন্নয়নে এক মাইলফলক। সম্মেলনে অংশগ্রহণকারীরা যৌথভাবে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে একমত হয়েছে।

ফোরামে চীন ও আরব দেশের 'বেইজিং ঘোষণা', 'পরিকল্পনা ২০১৮-২০২০" এবং 'চীন-আরব এক অঞ্চল, এক পথ ঘোষণা' স্বাক্ষর করা হয়। এ তিনটি গুরুত্বপূর্ণ দলিল ভবিষ্যতে চীন ও আরব দেশগুলোর সম্পর্ক উন্নয়নের পথনির্দেশনা দিয়েছে।

ফোরামে বিভিন্ন ক্ষেত্রে চীন-আরব সহযোগিতার বিষয়ে ১০০টিরও বেশি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উদ্বোধনী দিনে আরো বলেন, চীন আরবের সঙ্গে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা এবং এ অঞ্চলের সার্বিক পুনর্জাগরণের জন্য সহায়তা করবে। ফিলিস্তিন ইস্যুতেও চীন অব্যাহতভাবে সাহায্য করবে বলে উল্লেখ করেন সি। (আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040