সুরের ধারায়--সংগীত দল'নান ছিয়ুয়ান মা মা'
  2018-07-12 16:31:46  cri



আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একটি জনপ্রিয় সংগীত দল 'নান ছিয়ুয়ান মা মা'র সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এই সংগীত দল তাদের আবেগপ্রবণ ও প্রফুল্ল গানের জন্য তরুণদের মধ্যে অনেক জনপ্রিয়। দলের গায়কের চেয়েও তাদের গান বেশি পরিচিতি পেয়েছে এবং সবাই পছন্দ করেছে।

নান ছিয়ুয়ান মা মা ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। এই সংগীত দলের প্রতিষ্ঠান সম্পর্কে এক জনের কথা বলতে হয়। তিনি চীনের বিখ্যাত গায়ক চৌ চে লুন। চৌ চে লুন তার সংগীত রচনার প্রতিভা ও নিজস্ব বিশেষ সংগীতশৈলীর জন্য অনেক বিখ্যাত। গায়ক হিসেবে গান গাওয়ার পাশাপাশি, চৌ চে লুন গান রচনায় অনেক গুরুত্ব দেয়। তাই যাদের গান রচনার প্রতিভা আছে, তাদেরও প্রতিও বিশেষ দৃষ্টি দেন তিনি। এভাবে তিনি চার জন প্রতিভাবান ছেলেকে খুঁজে পান। তার সমর্থনে তারা সংগীত দল 'নান ছিয়ুয়ান মা মা' গঠন করে তাদের পেশাদার সংগীত জীবন শুরু করেন।

২০০৪ সাল মে মাসে নান ছিয়ুয়ান মা মা তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের গানগুলো চৌ চে লুন ও চীনের বিখ্যাত গানের কথার লেখক ফাং উন শানকে অনেক সহযোগিতা করে।

নান ছিয়ুয়ান মা মা'র গানে তরুণদের গল্প বলা হয়েছে। গানে যুবকদের জীবনশক্তি, উষ্ণ ভালোবাসা, উৎসাহিত হওয়ার স্বপ্ন ও আশার কথা শোনা যায়। এ কারণে তাদের গান তরুণদের মধ্যে খুব জনপ্রিয়। কেউ কেউ বলে, তাদের গান যেন গরমকালের মতো, সবসময় জীবনশক্তিতে পরিপূর্ণ, গান শুনে যেন আবার যুবক বয়সে ফিরে যাওয়া যায়।

২০০৫ সাল নান ছিছুয়ান মা মা'র সদস্যদের মধ্যে এক বড় পরিবর্তন হয়। নতুন একটি মেয়ে ও ছেলে দলে যোগ দেয়। আর দলের দুই সদস্য গান ছেড়ে প্রযোজকের কাজ শুরু করে। নতুন সদস্যের যোগদান নান ছিয়ুয়ান মা মা'র গানে নতুন প্রেরণা দেয়। এর আগে তাদের গান সাধারণত আবেগপ্রবণ ছিল। নতুন সদস্য লারার রচনায় তাদের নরম গানও অনেক সুন্দর হয়। তার সুন্দর কণ্ঠও লোকদের মনে গভীর ছাপ ফেলে।

নান ছিয়ুয়ান মা মা'র গানের কথাগুলো বেশ ভালো। পরের গানে আমরা শুনবো একটি মিষ্টি প্রেমের গল্প। গানের নাম 'গোপনে তাকে জানাও'। এই গানে বলা হয়েছে, পাকা গম বাতাসে সোনালি রং দেয়, হ্রদ আকাশ নীল ছড়িয়ে দেয়, টেবিলের প্রজাপতি রোমান্টিক পরিবেশ তৈরি করে, আর তোমার জন্য অপেক্ষা আমাকে উদ্বিগ্ন করে। তোমাকে পাঠানো সেই গুচ্ছ গোলাপ হলো আমার না-বলা ভালোবাসা, তোমার উত্তর কখন পাবো?

পরের যে গানটি আমরা শুনবো, তার নাম 'মুতান নদী'। 'মুতান নদী' গানটির কথা লিখেছে চীনের বিখ্যাত গীতিকার ফাং উন শান। তিনি তাইওয়ানে বড় হয়েছেন। তবে তার জন্মস্থান চীনের উত্তর-পূর্বের হেইলোংচিয়াং প্রদেশে। প্রদেশটির একটি বিখ্যাত নদী মুতান। ছোট থেকেই তিনি মুতান নদী ও জন্মস্থানের কথা শুনে এবং একদিন সেখানে ফিরে যাওয়ার খুব আশা করেন। এমন মন নিয়ে তিনি এই গানের কথা লিখেছেন। আর নান ছিছুয়ান মা মা সুন্দর সুর দিয়ে গানটি পরিবেশন করেছেন। গানে দুঃখের অনুভূতি রয়েছে, ছোটবেলায় নানা-নানীর সঙ্গে জড়িত মিষ্টি স্মৃতির গল্প রয়েছে।

অনেক বছর পর নান ছিয়ুয়ান মা মা'র গান ইতোমধ্যে অনেকের যৌবনকালের কথা স্মরণ করেছে। আজ অনুষ্ঠান শেষে আমরা নান ছিয়ুয়ান মা মা'র আরো একটি গান 'আমরা' শুনবো, আশা করি সবাই নিজের যৌবনের কথা মনে রাখবেন।

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040