চীন-জার্মান স্বয়ংক্রিয় যানবাহন প্রদর্শনী অনুষ্ঠিত
  2018-07-11 14:14:59  cri
জুলাই ১১: গতকাল (মঙ্গলবার) বার্লিনে চীন-জার্মান স্বয়ংক্রিয় যানবাহন প্রদর্শনীর আয়োজন করা হয়। চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।

এই প্রদর্শনীতে দু'দেশের ৬টি প্রতিষ্ঠান, বিজ্ঞান গবেষণালয় ও বিশ্ববিদ্যালয় যৌথভাবে উত্পাদিত তিনটি স্বয়ংক্রিয় যান প্রদর্শন করেছে। জার্মানির গাড়ি তৈরির প্রতিষ্ঠান চীনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্বয়ংক্রিয় যানবাহন, শহরে পরিবহন পরিচালনার বিগ ডেটা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন খাতে সার্বিক সহযোগিতা চালাচ্ছে। এ সম্পর্কে লি খ্য ছিয়াং বলেন, চীনের জনসংখ্যা অনেক এবং বিভিন্ন অঞ্চলে উন্নয়নের মান ও পরিবহনের অবস্থার অনেক পার্থক্য রয়েছে। তিনি আশা করেন, জার্মানি চীনা বাজারে বিনিয়োগ করবে এবং প্রযুক্তি রপ্তানি করবে।

লি খ্য ছিয়াং বলেন, চীন বর্তমানে নতুন দফা বৈদেশিক উন্মুক্তকরণ নীতি বাস্তবায়ন করছে। আরেক ধাপ এগিয়ে গাড়ির বাজার উন্মুক্ত করা হবে। চীন সরকার অব্যাহতভাবে মেধাস্বত সুরক্ষা জোরদার করবে। চীন জার্মানির সঙ্গে স্বয়ংক্রিয় যানবাহনসংশ্লিষ্ট মানদণ্ড এবং আইন ও নীতি গবেষণা চালাতে ইচ্ছুক।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040