নবম চীন-জার্মান অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা ফোরামের সমাপনী অনুষ্ঠানে লি খ্য ছিয়াং ও অ্যাঙ্গেলা মার্কেল
  2018-07-10 19:08:41  cri
জুলাই ১০: নবম চীন-জার্মানির অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা ফোরামের সমাপনী অনুষ্ঠান বার্লিনে আয়োজিত হয়েছে। চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও জার্মানি চ্যান্সেলার অ্যাঙ্গেলা মার্কেল এতে অংশ নেন।

লি খ্য ছিয়াং বলেন, চীন ও জার্মানির সহযোগিতার সার্বিক, স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়ন বজায় রয়েছে। এটি সুদীর্ঘকাল ধরেই চীন ও ইউরোপের সহযোগিতায় দৃষ্টান্ত হিসেবে কাজে লাগানো হয়। অবশ্যই দেশ দুটো বিশ্বের অর্থনৈতিক উন্নয়নেও চালিকাশক্তি যুগিয়েছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গত বছর জার্মানি সফর করেন। এই সফর সফল হয়েছে বলে দু'দেশের সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

মার্কেল বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও জার্মানির সহযোগিতায় অগ্রগতি অনেক এবং ফলপ্রসূ হয়েছে। বাজার পরিবেশ উন্নয়ন এবং আর্থিক শিল্প উন্মুক্তকরণসহ বিভিন্ন খাতে যে ইতিবাচক ব্যবস্থা নিয়েছে, এ জন্য চীনের ভূয়সী প্রশংসা করে জার্মানি।

তিনি জোর দিয়ে বলেন, বাণিজ্য লড়াই কোনো দেশের জন্যই কল্যাণকর নয়। এটি বিভিন্ন দেশের স্বার্থ নষ্ট করে। চীনের সঙ্গে অবাধ বাণিজ্য সমর্থন করতে এবং বাণিজ্যের সংরক্ষণবাদ বিরোধিতা করতে জার্মানি আগ্রহী বলেও জানান তিনি। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040