চীন-আরব সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সি চিন পিংয়ের ভাষণ
  2018-07-10 18:43:21  cri
জুলাই ১০: চীন-আরব সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলন আজ (মঙ্গলবার) সকালে বেইজিংয়ে গণমহাভবনে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে 'নতুন সময়পর্বে হাতে হাত রেখে চীন ও আরব দেশগুলোর কৌশলগত অংশীদারি সম্পর্ককে এগিয়ে নেওয়া' শীর্ষক ভাষণ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

তিনি জোর দিয়ে বলেন, চীনের 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব আরব দেশগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ পেয়েছে। আরব দেশগুলো 'এক অঞ্চল, এক পথ'এর অন্তর্গত এবং 'এক অঞ্চল, এক পথ' নির্মাণের জন্য প্রাকৃতিক অংশীদার। চীন ও আরব দেশগুলোর সার্বিক সহযোগিতা একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, মধ্য ও প্রাচ্য ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চের গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে চীন ও আরব দেশগুলোর উচিত প্রত্যেক দেশের অবস্থা ও তাদের নিজস্ব বাছাইকে সম্মান করা। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040