বিশ্ব মত্স্য শিল্পের টেকসই উন্নয়নে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার আহ্বান
  2018-07-10 18:19:26  cri
জুলাই ১০: ভবিষ্যত দশ বছরে বিশ্বে মত্স্য শিল্পের উত্পাদন পরিমাণ লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাবে, তবে শিল্পটি বড় চ্যালেঞ্জের সম্মুখীনও হবে। তাই দূষণ ও অপব্যয় হ্রাসে টেকসই উন্নয়ন জোরদার করতে হবে। গতকাল (সোমবার) জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-র প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, পূর্বাভাসে ২০৩০ সাল পর্যন্ত মাছ ধরা ও চাষের উত্পাদন পরিমাণ বর্তমানের তুলনায় ১৮ শতাংশ বৃদ্ধি পাবে, যার পরিমাণ ২০.১ কোটি টনে পৌঁছাবে। ভবিষ্যতে উত্পাদনের পরিমাণ বৃদ্ধি বাস্তবায়ন করতে চাইলে মত্স্য শিল্পের পরিচালনা পদ্ধতির সংস্কার, অপব্যয় কমানো ইত্যাদি ক্ষেত্র উন্নত করতে হবে।

বিবৃতিতে আহ্বান জানানো হয়, টেকসই মত্স্য শিল্প উন্নয়নের জন্য উন্নয়নশীল ও উন্নতদেশের মধ্যে কার্যকর সহযোগিতা করতে হবে, বিশেষ করে অর্থ, জনবল ও প্রযুক্তির সমন্বয় জোরদার করতে হবে। একই সঙ্গে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সামুদ্রিক আবর্জনা কমানোর জন্য পরিকল্পনা প্রণয়ন করতে হবে, আবর্তনশীল অর্থনীতি বাস্তবায়ন করতে হবে।

(তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040