বেইজিংয়ে চীন-আরব সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু
  2018-07-10 16:40:42  cri
জুলাই ১০: চীন-আরব সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলন আজ (মঙ্গলবার) সকালে বেইজিংয়ে গণমহাভবনে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

ভাষণে চীন ও আরব দেশগুলোর সম্পর্ক জোরদার করা এবং 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব কাজে লাগাতে চীনের প্রস্তাব তুলে ধরেছেন চীনা প্রেসিডেন্ট সি।

উল্লেখ্য, ২০০৪ সালে চীন-আরব সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হচ্ছে দু'পক্ষের সংলাপ ও সহযোগিতা জোরদার করা এবং শান্তি ও উন্নয়ন এগিয়ে নেওয়া।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040