চীন-রাশিয়া পঞ্চম মেলা ইয়েকাতেরিনবুর্গে শুরু
  2018-07-10 14:37:55  cri
জুলাই ১০: ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত চীন-রাশিয়া পঞ্চম মেলা রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে আয়োজন করা হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য, 'নতুন আরম্ভ, নতুন সুযোগ ও নতুন ভবিষ্যত'। দু'দেশের মধ্যে সর্বোচ্চ ও বড় বহুমুখী মেলা এটি। এ মেলায় ৩৫০টিরও বেশি চীন ও রুশ শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। এদের মধ্যে চীনা শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ১৮০টিরও বেশি।

মেলায় রুশ যন্ত্রপাতি তৈরি, বিজ্ঞান প্রযুক্তির নব্যতাপ্রবর্তন, মহাকাশসহ বিভিন্ন খাতের পণ্যদ্রব্য এবং চীনের সরঞ্জাম নির্মাণ, আধুনিক কৃষি ও পরিষেবা বাণিজ্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। ছোংছিং মহানগরের ছাংআন গাড়ি, ছোংছিং লিফান ও ইউসিনও মালপরিবহনসহ ১০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান মেলা চলাকালে রুশ শিল্পপ্রতিষ্ঠান ও সরকারের সঙ্গে ১৪টি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করবে বলে জানানো হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040