চীন আরব সহযোগিতা ফোরামের বিদেশি প্রতিনিধির সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2018-07-10 14:33:06  cri
জুলাই ১০: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (সোমবার) চীন আরব সহযোগিতা ফোরামের ৮ম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ আলাভি আব্দুল্লাহ, কাতারের পররাষ্ট্রমন্ত্রী সুলতান বিন সাদ, কমোরোসের পররাষ্ট্রমন্ত্রী সৌয়েফ মোহাম্মেদ এল আমিন, সুদানের পররাষ্ট্রমন্ত্রী ওসামা ফয়সাল, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদের সঙ্গে আলাদাভাবে সাক্ষাত্ করেছেন।

ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ওয়াং ই বলেন, চীন ও ওমান পারস্পরিক মৌলিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়ে পরস্পরকে সমর্থন করে। যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ এগিয়ে নেওয়া এবং দু'দেশের আর্থিক সহযোগিতা জোরদারের কথাও বলেন ওয়াং ই।

কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, চীন উপসাগরীয় দেশগুলোর মধ্যে কাতারকে গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার হিসেবে মনে করে। দু'দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০তম বার্ষিকীতে সহযোগিতা জোরদার করতে চায়। বৈঠকের পর তাঁরা দু'দেশের জনগণের জন্য ভিসামুক্ত সুবিধা-সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষর করেছে।

কমোরোসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, চীন কমোরোসের সঙ্গে রাজনৈতিক আস্থা ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

সুদানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও সুদান হচ্ছে ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ দেশ। চীন আফ্রিকার দেশগুলোর নিজস্ব প্রক্রিয়ায় সমস্যা সমাধানকে সবসময় সমর্থন করে। দক্ষিণ সুদানের শান্তিপূর্ণ উন্নয়নে সহায়তা করবে চীন।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, দু'দেশের উচিত্, চীন আরব সহযোগিতা ফোরামের আওতায় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা।

(আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040