বার্লিনে চীন-জার্মান পঞ্চম সংলাপ অনুষ্ঠিত; বিভিন্ন বিষয়ে ঐকমত্য
  2018-07-10 11:12:33  cri
জুলাই ১০: চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল গতকাল (সোমবার) বার্লিনে চীন-জার্মান পঞ্চম সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করেন। সংলাপে তাঁরা দু'দেশের কূটনীতি, অর্থনীতি, শিল্প, অর্থ, ব্যাংকিং, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, পরিবেশ সুরক্ষা, কৃষি, সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতিবেদন শোনেন।

সংলাপে দু'দেশের মধ্যে অনেক বিষয়ে মতৈক্য হয়েছে। মতৈক্য অনুসারে: দু'দেশ আর্থিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা জোরদার করবে; উচ্চ পর্যায়ের আর্থিক সংলাপব্যবস্থার ব্যবহার বাড়াবে; জি-টোয়েন্টি'র বহুপক্ষীয় প্ল্যাটফর্মের মাধ্যমে দু'পক্ষ স্পষ্টভাবে সংরক্ষণবাদের বিরোধিতা করবে ও অবাধ বাণিজ্যিক ব্যবস্থা সুরক্ষায় কাজ করবে, ইত্যাদি।

সংলাপে দু'পক্ষ আরও একমত হয় যে, বর্তমান পরিস্থিতিতে দু'দেশ শিক্ষা ও গবেষণা এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উদ্ভাবনের জন্য পরস্পরকে সহযোগিতা করবে; পরিবেশদূষণ মোকাবিলা, জ্বালানিসম্পদ সাশ্রয়, জীববৈচিত্র্য রক্ষায় গবেষণা জোরদার করবে; সাংস্কৃতিক যোগাযোগ এবং উচ্চশিক্ষা খাতে বিনিময় বাড়াবে; এবং দু'দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদারে উদ্যোগ নেবে।

সংলাপশেষে দু'দেশের মধ্যে ২০টির বেশি সহযোগিতাস্মারক স্বাক্ষরিত হয়। এসময় লি খ্য ছিয়াং ও অ্যাঙ্গেলা মার্কেল উপস্থিত ছিলেন। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040