বৈশ্বিক বাণিজ্য লড়াইয়ের প্রেক্ষাপটে 'স্বার্থবাদী' সত্যিকারভাবে লাভবান হবে?
  2018-07-09 18:58:59  cri
জুলাই ৯: জুলাই মাস থেকে ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক বাণিজ্য লড়াইয়ের তীব্র বিরোধিতা করে বিভিন্ন দেশ। কানাডা ১২৬০ কোটি মার্কিন ডলার মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় দফার পাল্টা শুল্ক ব্যবস্থা হিসেবে ৩০০ কোটি মার্কিন ডলার মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে মেক্সিকো । গত শনিবার থেকে ৩৪০০ কোটি মার্কিন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে চীন। কিন্তু, যারা ট্রাম্প প্রশাসনের এই আচরণকে সমর্থন করে, তারা অর্থাত্ 'স্বার্থবাদী' সত্যিকারভাবে লাভবান হবে? সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করেন, 'স্বার্থবাদী' সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উচিত সাবধানতা অবলম্বন করা। না হলে, ক্ষতি হবে তাদের।

বিশ্বায়ন পটভূমিতে বাণিজ্য লড়াই নিঃসন্দেহে এক পক্ষের উদ্যোগে সৃষ্টি হয়। অন্যদের উচিত একতরফাবাদ এবং বাণিজ্যের সংরক্ষণবাদ থেকে সম্ভবত সৃষ্ট নেতিবাচক প্রভাব সবচেয়ে নিম্ন পর্যায়ে নেমে যাওয়ার জন্য প্রচেষ্টা চালানো। ফলে সকলের পারস্পরিক কল্যাণ সৃষ্টি হতে পারে।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040