কানসু প্রদেশের দক্ষিণাঞ্চলে বেইজিংয়ের বিশেষজ্ঞ চিকিত্সকদের বিনামূল্যে চিকিত্সাসেবা কার্যক্রম শুরু
  2018-07-09 16:43:23  cri

জুলাই ৯: 'সুস্থ চীন' ও 'দারিদ্র্যবিমোচন' পরিকল্পনায় সাহায্য করা এবং কানসু প্রদেশের দক্ষিণাঞ্চলের তিব্বতি স্বায়ত্তশাসিত এলাকার চিকিত্সার উন্নয়নে, আজ (সোমবার) বেইজিং থেকে দুই শতাধিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্সক সেখানে পৌঁছে সপ্তাহব্যাপী বিনামূল্য চিকিত্সাসেবা কার্যক্রম শুরু করেন।

এ বারের কার্যক্রমে প্রায় ১০০০ স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। তারা তিব্বতি স্বায়ত্তশাসিত এলাকার বিভিন্ন জেলায় যাবেন। তারা বিনামূল্য চিকিত্সা, সামগ্রী ও চিকিত্সা প্রশিক্ষণ দেবেন। সেই সঙ্গে চীনের ঐতিহ্যবাহী ওষুধ সংরক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা ও সুস্থ গ্রাম প্রতিষ্ঠা করবেন ।

কার্যক্রমে স্থানীয় লোক প্রয়োজনীয় চিকিত্সা সেবা প্রদান করবেন, সুস্থতা সম্পর্কে জ্ঞান প্রচার ও শিক্ষা দেবেন। পাশাপাশি চিকিত্সা প্রতিষ্ঠান ও ডাক্তারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে স্থানীয় চিকিত্সার মাত্রা বাড়াবেন।

(তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040